Sunday, March 27, 2022

 

✅✨ ওয়েবসাইট কি??
এটা বুঝতে হলে প্রথমে ওয়েবপেজ সম্পর্কে জানতে হবে।
✅ওয়েবপেজ:
ওয়েবপেইজ হলো এমন এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়।
অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভারে রাখা ফাইলকে ওয়েবপেইজ বলে।
ওয়েবপেইজকে আবার ওয়েব ডকুমেন্টও বলা হয়।
👉👉একটু সহজ করে বলতে গেলে,ইন্টারনেটে তথ্য খোঁজার🔎 জন্য আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে পেজগুলো ভিজিট করে থাকি সেই সবগুলোই হলো এক একটি ওয়েবপেজ৷
💥প্রতিটি ওয়েব পেজের আলাদা আলাদা এড্রেস বা ঠিকানা থাকে যার সাহায্যে আমরা সেই ওয়েবপেজটিতে প্রবেশ করতে পারি৷ ওয়েবপেইজ এর ঠিকানাকে URL(Universal Resource Locator) বলে।
🤷‍♀️ওয়েব পেজে কি কি থাকতে পারে?
💢যদি আপনি ওয়েব পেজ বানাতে চান তাহলে এর মধ্যে অনেক জিনিস যুক্ত করতে পারবেন। যেগুলোর সাহায্যে আপনি ইন্টারনেট ব্যবহারকারীদের ইনফর্মেশন দিতে পারবেন।
সেগুলি হলো –
♦️টেক্সট
♦️অডিও
♦️ভিডিও
♦️ছবি
♦️পিডিএফ ফাইল
♦️অন্যান্য ওয়েব পেজ লিংক ইত্যাদি।
আসলে টেক্সট,অডিও, ভিডিও, ছবি এগুলো তো মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাডেও রাখা হয়, তাহলে কি সেগুলোও ওয়েবপেইজ??🤔🤔
✅না, সেগুলো ওয়েবপেইজ না। কারণ সেগুলো ইন্টারনেট ব্যবহারকারীরা দেখতে পারে না।
🔰একটি ওয়েবপেইজ এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইন্টারনেট ব্যবহারকারীরা চাইলেই দেখতে পারে।
Solaiman Kobir and others
4 Shares
Seen by 4
Like
Comment
Sh


are

No comments:

Post a Comment

 I am from Bangladesh live in  Saudi  Arabiya